images

দেশজুড়ে

টাঙ্গাইলে ১৫৮টি ইট ভাটাই অবৈধ! ছয় মালিককে ৩৬ লাখ টাকা জরিমানা

কামাল হোসেন

সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১ , ১০:৫৮ পিএম

images

টাঙ্গাইলে ঘাটাইলে ৬ ইট ভাটার মালিককে ৩৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার দেউলাবাড়ি, ধলাপাড়া এবং রসুলপুর ইউনিয়নের বিভিন্ন ইট ভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করেন।

পরিবেশ অধিদপ্তরের সহায়তায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান। এ সময় সঙ্গে ছিলেন টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোজাহিদুল ইসলাম।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন বিধি বিধান লঙ্ঘনের দায়ে সততা ইট ভাটার মালিককে ৭ লাখ, মামনি ইট ভাটার মালিককে ৬ লাখ, যমুনা ইটভাটার মালিককে ৫ লাখ, স্বর্ণা ইট ভাটার মালিককে ৬ লাখ, সাগর ইট ভাটার মালিককে ৬ লাখ, এসবি ইটভাটার মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান।

উল্লেখ্য, টাঙ্গাইলে বর্তমানে ২৮৫টি ইট ভাটা রয়েছে। এরমধ্যে  ১২৭টি ইট ভাটার পরিবেশগত ছাড়পত্র রয়েছে। বাকি ১৫৮টি ইট ভাটা অবৈধ।

এসএস