images

দেশজুড়ে

মসজিদে দাঁড়িয়ে কুরআন হাতে নিজেকে নির্দোষ দাবি করে ধর্ষণে সহায়তাকারী

বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১ , ১১:৪৯ এএম

images

পুলিশ চেতনানাশক দিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনার দশদিনেও অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি । এ নিয়ে স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

নবম শ্রেণির ওই ছাত্রীকে গত ১৪ ফেব্রুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নতুন বাজার বটতলা থেকে তিন যুবক  ইজিবাইকে করে অন্যত্র তুলে নিয়ে ধর্ষণ করে। পরে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।

আরও পড়ুন : নীল কাগজে সই নিয়ে শারীরিক সম্পর্ক শেষে বাড়িতে পাঠানো হলো তরুণীকে

মামলায় অভিযুক্তরা হলেন, মিতুল মল্লিক (২২), তার বন্ধু রাজিব শেখ (২৩) ও রসুল খান (২১)।

এদিকে গেলো সোমবার ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ ওঠায় ভিকটিমের সহপাঠীরা মানববন্ধন করে।

এ সময় টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন ও পৌরমেয়র শেখ মোজাম্মেল হক টুটুল ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারে প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন : অসুস্থ বাবাকে দেখতে আসা তরুণীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের পর ভিডিও ধারণ

এদিকে ধর্ষকের সহযোগী রাজিব শেখ অজ্ঞাত স্থান থেকে তার ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে। মসজিদে দাঁড়িয়ে কুরআন শরীফ হাতে কান্না করে নিজেকে নির্দোষ দাবি করে সে।

টুঙ্গীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএম নাসিম বলেন, আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। খুব তাড়াতাড়ি অভিযুক্তদের ধরতে পারবো।

আরও পড়ুন : গ্রামে পুরুষ নেই, তবু হন গর্ভবতী নারীরা!

জেবি