মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১ , ০৮:৪২ এএম
ময়মনসিংহের নান্দাইলে আনিসুর রহমান (৫০) নামে এক শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আনিসুর রহমান উপজেলার সদর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত আহাম্মদ আলী চৌধুরীর ছেলে। সোমবার (১৫ মার্চ) রাত আটটার দিকে রসুলপুর গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৭টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি রায়েরবাজার থেকে বাইসাইকেলে করে গ্যাস সিলিন্ডার নিয়ে বাড়ি ফিরছিলেন আনিসুর। রসুলপুর গ্রামে আসতেই দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ আরটিভি নিউজকে জানান, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় কোপের চিহ্ন রয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনও জানতে পারেননি।
এল/পি