images

দেশজুড়ে

নাশকতা মামলায় হেফাজত নেতা গ্রেপ্তার

সোমবার, ১২ এপ্রিল ২০২১ , ১০:৫২ এএম

images

টেকনাফে নাশকতা মামলায় হেফাজত ইসলামের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ এপ্রিল) দিবাগত রাতে তাকে হ্নীলা থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত নুরুল হোছাইন ফাহিমক, হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকা গ্রামের কবির আহমদের ছেলে।

আরও পড়ুনঃ শাল্লায় ফের সাম্প্রদায়িক হামলার আশঙ্কায় থানায় জিডি

পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে যোগ দিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী কর্মসূচিতে হতাহতের ঘটনায় হেফাজত ইসলাম হরতালে হ্নীলায় নাশকতার চেষ্টায় (২৮ মার্চ) পুলিশ বাদী হয়ে মামলা করে। এই মামলায় এজাহারে ২৪ ও অজ্ঞাত ৪০০ জনকে আসামি করা হয়। উক্ত মামলার আসামি হিসেবে বাংলাদেশ ইসলামী আন্দোলন টেকনাফ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও হেফাজত নেতা নুরুল হোছাইন ফাহিমকে (৩০) গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, হরতালের দিন হ্নীলাতে বিশৃঙ্খলা ও নাশকতার চেষ্টা চালায় হেফাজতের নেতাকর্মীরা। এ ঘটনার ভিডিও ফুটেজ দেখে একজনকে গ্রেপ্তার করে রোববার (১১ এপ্রিল) আদালতে প্রেরণ করা হয়েছে।

জিএম/পি