images

দেশজুড়ে / বাংলাদেশ / জাতীয়

চোর সন্দেহে প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা

শুক্রবার, ০১ জুলাই ২০১৬ , ১২:২২ পিএম

দিনাজপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা কলেজের প্রধান গেট ঘেরাও করলে পারিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল ছোঁড়ে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত যুবক সোহেল (২৬) দিনাজপুর শহরের ৮নং উপশহর এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে।

বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেদওয়ান রহিম জানান, গভীর রাতে চুরির উদ্দেশ্যে সোহেল রানা নামে যুবক প্রবেশ করে। ভোরে সেহেরি খাবার সময় তাকে দেখতে পেয়ে শিক্ষার্থীরা চিৎকার করে। এসময় রানা পালানোর চেষ্টা করলে লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়। এতে মারা যায় তিনি। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে দিনাজপুর মেডিকেলে মরদেহ পাঠানো হয়েছে।

এদিকে এলাকাবাসীর দাবি, নিহত যুবকটি প্রতিবন্ধী। তার বাবাও প্রতিবন্ধী ছিলেন। ছেলেটি ক্যাম্পাসে ঢুকার পর কলেজের মসজিদের কাছে ছাত্ররা তাকে পিটিয়ে হত্যা করে। পুলিশ ঘটনাস্থল থেকে ক্রিকেটের তিনটি স্ট্যাম্প ও লাঠি উদ্ধার করেছে।

দিনাজপুর পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর আবু তৈয়ব আলী দুলাল জানান, ছেলেটি প্রতিবন্ধী ছিল। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।


ডিএইচ / এস / এসএস