images

দেশজুড়ে

পুলিশের গাড়ি চাকা পাংচার হয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ল

সোমবার, ১৭ মে ২০২১ , ০২:৩৮ পিএম

images

খুলনার চুকনগর খুলনা সড়কের বরাতিয়া বিশ্বাস বাড়ির মোড়ে চাকা পাংচার হয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে নৌ পুলিশের একটি পিকআপ ভ্যান। এ সময় কয়েকটি গাড়ির সঙ্গে পিকআপ ভ্যানটির ধাক্কায় ৫ জন আহত হয়েছেন।

সোমবার (১৭ মে) দুপুরে ওই মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (১৭ মে) সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনা নৌ পুলিশের একটি পিকআপ ভ্যান বেলা ১২টার দিকে চুকনগর খুলনা মহাসড়কের বরাতিয়া বিশ্বাস বাড়ি মোড়ে পৌঁছায়। এ সময় ভ্যানটির পেছনের চাকা পাংচার হয়ে যায়। এতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ববর্তী একটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে।

পরে পিকআপ ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী একটি মোটরসাইকেল ও একটি ইঞ্জিন ভ্যান মহাসড়কের ওপর ছিটকে পড়ে। এ ঘটনায় মোটরসাইকেলের ৩ জন আরোহী আহত হন এবং ইঞ্জিন ভ্যানের ২ যাত্রী আহত হন। ডুমুরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জিএম