বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭ , ০৭:৩৯ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন ও পরিবর্তনের জোয়ার বইছে। এরই ধারা বাহিকতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী যুগোপযোগী হচ্ছে। বললেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ কবির হোসেন।
বৃহস্পতিবার সকালে সাভারের আশুলিয়ার বাইপাইলে বিএনসিসি প্রশিক্ষণ একাডেমিতে বিএনসিসি ব্যাটালিয়ন ক্যাম্পিং এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শেখ কবির হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।বর্তমান সরকারের আমলে বাংলাদেশ সেনাবাহিনীতে দু’টি পদাতিক ডিভিশন আত্মপ্রকাশ করেছে।রাশিয়া হতে আনা এম-১৭১ হেলিকপ্টর বহরে সংযোজিত হয়েছে।
৭ দিন ব্যাপি ক্যাম্পিংএ বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ ৩৮টি প্রতিষ্ঠানের মোট ২৯৬ জন পুরুষ ও মহিলা ক্যাডেট অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফেরদৌস ও রমনা রেজিমেন্ট কমান্ডার লে কর্নেল এস এম সালাউদ্দিনসহ আরো অনেকে।
জেএইচ