images

দেশজুড়ে

টিকটক হৃদয়ের সহযোগীর ঠিকানা জানা গেছে 

সোমবার, ৩১ মে ২০২১ , ১০:১৪ এএম

images

ভারতে গুলিবিদ্ধ হয়ে গ্রেপ্তার টিকটক হৃদয় বাবুসহ তার প্রধান সহযোগী সাগরের পরিচয়সহ তার বাড়ির খোঁজ মিলেছে। যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের কামরুল গাজীর ছেলে সাগর গাজী (২৩)।

রোববার (৩০ মে) বিকেলে সাগর গাজীর বাড়িতে গিয়ে জানা যায়, উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের বাসিন্দা, কাঁচামাল অর্থাৎ তরিতরকারি বিক্রেতা কামরুল গাজীর ৩ ছেলে মেয়ের মধ্যে ছোট ছেলে সাগর গাজী। বাড়ির পাশের ফুলতলা উপজেলার ফুলতলা রি-ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেছে সে।

এদিকে পড়াশুনা শেষ না করেই নাচ-গান করে বখাটে হয়ে জীবনযাপন করার সময় তার পরিবার থেকে তাকে তাড়িয়ে দেয়া হয়। গত এক বছর আগে বাড়ি থেকে ভারতে চলে যায় বলে তার বাবা-মা জানান।

তারা আরও জানান, সাগর গত এক বছরের মধ্যে ৩ বার ভারত থেকে মোবাইল ফোনে পরিবারের খবর নিয়েছে।

ওই গ্রামের বাসিন্দা মহিউদ্দিন খান জানান, প্রথমে সাগর নাচ-গান করত। পরে সে নেশাগ্রস্ত হয়ে পড়ে। তারপর একপর্যায়ে সে বখাটে ছেলে-মেয়েদের সঙ্গে ওঠাবসা করত।

এলাকাবাসীসহ সাগরের বাবা-মা ভাইরাল হওয়া ভিডিও দেখে সাগরের বিষয়টি পুরোপুরিভাবে নিশ্চিত হয়েছেন। তার বাবা-মায়ের দাবি উপযুক্ত বিচারের পর তার ছেলেটি যেন ছাড়া পেয়ে বাড়িতে আসে। এদিকে ভাইরাল হওয়া ভিডিও দেখে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি তরুণীকে বিবস্ত্র করে যৌন নির্যাতনের ঘটনায় বৃহস্পতিবার রাতে দুই নারীসহ ৬ জনকে গ্রেপ্তার করে দেশটির স্থানীয় পুলিশ। গ্রেপ্তারের সময় গুলিবিদ্ধ হয় টিকটক হৃদয় বাবু ও সাগর।

জিএম/পি