images

অপরাধ / দেশজুড়ে

জঙ্গি নয়, মিললো বিস্ফোরক

শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭ , ১০:০৯ পিএম

images

ঝিনাইদহের পোড়াহাটিতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়িতে কোনো জঙ্গি নয়, মিললো বোমা তৈরির সরঞ্জামসহ প্রচুর বিস্ফোরক, গ্রেনেড ও সুইসাইড ভেস্ট।

ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছে।

জানানো হয়েছে, ঝিনাইদহের ওই জঙ্গি আস্তানা থেকে একটি নাইন এমএম পিস্তল, তিনটি সুইসাইড ভেস্ট, প্রেশার কুকার বোমা, ২০ কনটেইনার ভরা রাসায়নিক এবং প্রচুর পরিমাণে তৈরি বোমা (আইইডি) ও ডেটোনেটর পাওয়া গেছে।

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপের অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন বলেন, বাড়িটির দু’টি কক্ষের একটিতে বোমা তৈরির সরঞ্জামসহ প্রচুর বিস্ফোরক, গ্রেনেড ও সুইসাইড ভেস্ট পাওয়া গেছে। অন্যটি তালাবদ্ধ। সেটি খোলার চেষ্টা চলছে।

অভিযান প্রায় শেষ পর্যায়ে বলেও উল্লেখ করেন তিনি।

জানা গেছে, সদর থানা থেকে ৭ কিলোমিটার পূর্বে পোড়াহাটি ইউনিয়নের টিনশেডের ওই বাড়িতে আব্দুল্লাহ নামে এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে থাকতো। এই আস্তানায় শীর্ষ জঙ্গি নেতাদের যাতায়াত ছিল।

কে/সি