images

দেশজুড়ে

লকডাউনে পিকআপ ভর্তি আলুর বস্তায় ফেনসিডিল 

শনিবার, ০৩ জুলাই ২০২১ , ০৫:৩২ পিএম

images

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চাঁনপাড়া এলাকায় অভিযান চালিয়ে আলু বহনকারী পিকআপ থেকে ২৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পিকআপটি জয়পুরহাট থেকে ঢাকা যাচ্ছিল।

শনিবার (৩ জুলাই) দুপুরে সিআইডির বিশেষ অতিরিক্ত পুলিশ সুপার শহীদ সরোয়ারদী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে বিদেশে আলু রপ্তানির নামে মাদক ব্যবসা করে আসছিলেন। শুক্রবার (২ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁনপাড়া এলাকায় অভিযান চালিয়ে আলুর বেশ কয়েকটি বস্তা তল্লাশি করে ২৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় পিকআপসহ মাদক ব্যবসায়ী শাকিল হোসেন ও সুজন প্রামানিককে আটক করা হয়।

জিএম/পি