বুধবার, ০৭ জুলাই ২০২১ , ১১:৫২ এএম
নারায়ণগঞ্জে এক গৃহবধূ ও তার পুত্রবধূর গোসলের ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জার গ্রুপে ছড়িয়ে দেয়ার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
মঙ্গলবার (৬ জুলাই) ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে বন্দর থানায় ওই মামলা দায়ের করেন। তবে এ ঘটনায় অভিযুক্ত তারেককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার উপ-পরিদর্শক (এশাই) আবুল হাসান বলেন, বন্দর থানার বাসিন্দা তারেক (২৬) বিভিন্ন সময়ে কৌশলে প্রতিবেশী এক গৃহবধূ ও তার পুত্রবধূর গোসলের এবং বাসার ভেতরে কাজ করার সময় বিভিন্ন আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে। এর পরে গত ২৫ মে রাতে একটি ফেসবুক আইডি থেকে সে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে ওই সব আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়।
তিনি আরও বলেন, ভুক্তভোগী গৃহবধূ তারেকসহ অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনের বিরুদ্ধে বন্দর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। অভিযুক্ত তারেককে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহত রয়েছে।
জিএম