শুক্রবার, ০৯ জুলাই ২০২১ , ০৪:২৮ পিএম
হবিগঞ্জের চুনারুঘাটে চা বাগান থেকে কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথড়সহ মহানন্দ মৃধা (৫০) নামের এক বৃদ্ধকে আটক করেছে র্যাব-৯। সে ওই এলাকার রাম ভজন মৃধার ছেলে।
র্যাব জানায়, শুক্রবার সকালে র্যাব-৯ এর হবিগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ হাসান ও সিনিয়র এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি টিম জেলার চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের কারখানার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার নিকট থেকে ১ কেজি ওজনের কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছেন, এ বিষয়ে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং আটককৃত মহানন্দ মৃধাকে থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর হবিগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ হাসান।
এসআর/পি