শনিবার, ২৯ এপ্রিল ২০১৭ , ১১:২১ পিএম
সুশান্ত সজিবকে সভাপতি ও দীপংকর দাশ গুপ্তকে সাধারণ সম্পাদক করে সিলেট জেলা ছাত্র ইউনিয়নের নতুন কমিটি গঠিত হয়েছে।
শনিবার রাতে সংগঠনের ৩৪তম জেলা সম্মেলনের কাউন্সিল অধিবেশন শেষে এ কমিটি ঘোষণা করা হয়।
সজীব সিলেট এমসি কলেজের শিক্ষার্থী। অন্যদিকে দীপংকর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করছেন।
২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রনি সেনাপতি।
এর আগে সিলেট জেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন ছাত্র ইউনিয়নের সভাপতি জিএম জিলানী শুভ।
বক্তব্য রাখেন সাবেক জেলা সভাপতি প্রশান্ত চন্দ্র চন্দ, মৌলভীবাজার জেলা সংসদের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজুসহ আরো অনেকে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সপ্তর্ষি দাস।
এসজে