images

দেশজুড়ে

উল্লাপাড়ায় জুয়া খেলা অবস্থায় ৬ জুয়াড়ি আটক

সোমবার, ০২ আগস্ট ২০২১ , ০৩:৪৭ পিএম

images

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া এলাকা থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। 

সোমবার (২ আগস্ট) দুপুরে তাদেরকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার (১ আগস্ট) রাত সাড়ে ১১টায় উপজেলার কয়ড়া দত্তপাড়া গ্রাম থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কয়ড়া গ্রামের মৃত জিল্লুর হোসেনের ছেলে রেজাউল করিম (৪৭), মৃত হযরত আলীর ছেলে আলম মিয়া (৪০), আলম আলীর ছেলে ফারুক হোসেন (২৭), আমজাদ হোসেনের ছেলে শাহাদত হোসেন (৪২), হাবিবুল্লাার ছেলে নরনবী (৩৪) ও একই গ্রামের আব্দুল রহিমের ছেলে জুবায়েল (২৫)।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক ইব্রাহিম হোসেন আরটিভি নিউজকে জানান, উপজেলার কয়ড়া দত্তপাড়া গ্রামে দীর্ঘদিন যাবত জুয়া খেলা চলছিল একদল যুবক। রোববার (১ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কয়ড়া দত্তপাড়া গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৬ জুয়াড়িকে আটক করা হয়। 

তিনি আরও জানান, জুয়া খেলার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। সোমবার (২ আগস্ট) দুপুরে তাদেরকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জিএম