images

দেশজুড়ে

কুমিল্লায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা (ভিডিও)

শনিবার, ০৬ মে ২০১৭ , ০৬:২১ পিএম

images

কুমিল্লার দাউদকান্দিতে যুবলীগ নেতা আমির হোসেন রাজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

নিহত রাজন উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিল। 

শনিবার দুপুরে পৌর এলাকার বলদাখাল গ্রামে এ ঘটনা ঘটে।

গৌরীপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আল আমিন মিয়াজী জানান, রাজনের হাত ও পায়ের রগ এবং হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত মাংস পড়ে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

দাউদকান্দি থানার ওসি মিজানুর রহমান জানান, জায়গা জমি ব্যাপার নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দুর্বৃত্তরা রাজনকে হাতে ও পায়ে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে প্রথমে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।  পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান ওসি।

 

 

এসএস