images

দেশজুড়ে

সেন্টমার্টিনে ধরা পড়লো ৭০ কেজি ওজনের ভোল মাছ

বুধবার, ১১ আগস্ট ২০২১ , ০৯:২০ পিএম

images

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে এক জেলের বড়শিতে প্রায় ৭০ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছে। বুধবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৫টায় সেন্টমার্টিন দ্বীপের উত্তর সি বিচে এক মৎস্য শিকারির বড়শিতে ধরা পড়ে মাছটি।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ডেইলপাড়ার মৃত অলি আহমদের ছেলে আব্দুর রহমান মৎস্য শিকারে যান। এরই প্রেক্ষিতে সন্ধ্যার আগে দ্বীপের উত্তর সি বিচে বড়শি ছেড়ে দেন। কিছুক্ষণ পর বড়শিটি টান ও ভারী হয়ে উঠায় ধীরে ধীরে তুলতে থাকেন। যতই টানেন ততই ভারী হতে থাকে। এক পর্যায়ে কৌশলে তুলে দেখতে পান বিশালাকারের বড় মাছ। স্থানীয়দের ভাষায় এটিকে ভোল মাছ বলা হয়। তিনি মাছটি নিজের আয়ত্তে আনতে পেরে খুশিতে ফেটে পড়েন।

স্থানীয় পর্যটক ব্যবসায়ী জসিম উদ্দিন শুভ আরটিভি নিউজকে জানান, মৎস্য শিকারি আব্দুর রহমান মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি করেছেন। পরে তারা মাছটি কেটে ১ হাজার টাকা কেজি দরে সেন্টমার্টিনবাসীর কাছে বিক্রি করেন।

সংরক্ষণের ব্যবস্থা না থাকায় মাছটি বিক্রি করে দেয়া হয়। দূরে কোথাও বিক্রি করতে পারলে আরও বেশি দাম পাওয়া যেত বলে জানান একাধিক মৎস্য শিকারি।

টেকনাফ সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন আরটিভি নিউজকে জানান, স্থানীয় ভাষায় এটিকে ভোল মাছ বলা হলেও এর বৈজ্ঞানিক নাম রেইয়ামেস বলেই (raiamas-bola)। বিরল প্রজাতির এ মাছটি সবসময় পাওয়া যায় না। সরকারের নির্দেশনা মতে ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ থাকার কারণেই পাওয়া গেছে এ মাছটি।

এসআর/