images

দেশজুড়ে

অ্যাসাইনমেন্টের জন্য মোবাইল না পেয়ে ছাত্রীর আত্মহত্যা

রোববার, ১৫ আগস্ট ২০২১ , ০৬:১৩ পিএম

images

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় শশিদ গ্রামে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে এক কলেজছাত্রী (১৮) আত্মহত্যা করেছে। 

রোববার (১৫ আগস্ট) সকালে ওই গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছে।

নিহত ছাত্রী ওই গ্রামের দরিদ্র দিনেশ মালির মেয়ে দিপা মালি। তিনি শেখেরহাট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।

জানা গেছে, কলেজের অ্যাসাইনমেন্টের জন্য অ্যান্ড্রয়েড মোবাইল সেট কিনে দিতে না পারায় পরিবারের ওপর অভিমান থেকে সে আত্মহত্যা করেছে বলে জানান প্রতিবেশীরা।

নিহত ছাত্রীর প্রতিবেশী কাকা সাগর মণ্ডল জানান, দরিদ্র পরিবারের দিপা অ্যাসাইনমেন্টের জন্য একটি ফোন কিনে দেয়ার আবদার করেছিল। টাকার অভাবে তার পরিবার মোবাইল কিনে দিতে না পারায় মেয়েটি আত্মহত্যার পথ বেছে নেয়।

স্বরূপকাঠি থানার পরিদর্শক (তদন্ত) মো. সোলাইমান জানান, এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জিএম