রোববার, ১৫ আগস্ট ২০২১ , ১০:১৭ পিএম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকীতে করোনায় ক্ষতিগ্রস্ত সীমান্ত পাড়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করেছে বিজিবি।
সিলেটের ৪৮ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম সীমান্ত ফাঁড়িতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মাসুদ করিম।
রোববার (১৫ আগস্ট) সকালে সেক্টর কমান্ডার কর্নেল মাসুদ করিম এবং সিলেটের ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফ আহমেদ উপস্থিত থেকে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন। এসব খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল ও লবণ।
এ সময় উপস্থিত ছিলেন, ৪৮ বিজিবি’র তামাবিল সীমান্ত ফাঁড়ীর কোম্পানি কমান্ডার আব্দুর রহিম, সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার তারিকুল ইসলামসহ বিজিবি সদস্যরা।
সিলেটের ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফ আহমেদ জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি’র পক্ষ থেকে দরিদ্র অসহায় সীমান্ত বাসীর মাঝে এ ধরনের মানবিক সহায়তা প্রদান ছাড়াও বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত থাকবে।
এম