মঙ্গলবার, ০৯ মে ২০১৭ , ১১:২৩ পিএম
দেশজুড়ে বজ্রঘাতে দু’স্কুলছাত্র ও নারীসহ ১৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
চাঁদপুর সদর উপজেলায় বজ্রঘাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৩জন। মঙ্গলবার দুপুরে উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের গোয়ালনগর ও উত্তর বলশাহি ঢালীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হজরত আলী বেপারী জানান। এরা হলেন ঢালীকান্দি গ্রামের দুলাল সরদারের স্ত্রী সেলিনা বেগম (৪০) ও তাদের ছেলে ইয়াসিন সরদার (১৫)। আহতদের চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঝিনাইদহের হরিণাকুণ্ডু ও কালীগঞ্জ উপজেলায় বজ্রঘাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এরা হলেন হরিণাকুণ্ডুর পোলতাডাঙ্গা গ্রামের ইউনুস আলির ছেলে মিরাজ হোসেন (৫০) ও আমেরচারা গ্রামের ইমদাদুল হকের ছেলে মো. আমানুল্লাহ (৪০) ও কালীগঞ্জ উপজেলার মোল্লাডাঙ্গা গ্রামের মো. ফসিয়ার রহমানের স্ত্রী আঞ্জুরা বেগম (৪৫)।
হরিণাকুণ্ডু থানার এসআই শাখাওয়াৎ হোসেন জানান, বেলা আড়াইটার দিকে ঝড় বৃষ্টির সময় মাঠে কাজ করছিলেন মিরাজ ও আমানুল্লাহ। এসময় বজ্রঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়ার নবীণগরে বজ্রঘাতে খোদেজা বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শ্রীঘর গ্রামে এ ঘটনা ঘটে বলে নবীনগর থানা পুলিশের ওসি আসলাম শিকদার জানান।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বজ্রঘাতে আব্দুল মালেক (১২) নামে এক কিশোর মারা গেছে। মালেক উপজেলার কানাইডাঙ্গা গ্রামের রবিউল ইসলামের ছেলে।
ময়মনসিংহ সদর ও ধোবাউড়া উপজেলায় বজ্রঘাতে দু’ভাইসহ ৩ জন নিহত হয়েছে। এরা হলেন বজ্রঘাতে নগরীর গোয়াইলকান্দা এলাকার নূর মোহাম্মদের ছেলে ময়মনসিংহ জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র মাহমুদুল হাসান তামিম (১৫), ধোবাউড়া উপজেলার পোড়াকান্দলিয়া ইউনিয়নের রাউতি গ্রামের আব্দুল মালেক মুন্সীর ছেলে এংরাজ মিয়া (৩২) ও আসাদ মিয়া (৩৫)।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বজ্রঘাতে নব চন্দ্র (২৭) নামে এক ভ্যানচালক মারা গেছেন। দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের পিয়ারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে বলে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশায়েদ হোসেন চৌধুরী বাবলু জানান।
নড়াইল সদর উপজেলায় মাঠে ধান কাটার সময় বজ্রঘাতে জুলফিকার হোসেন (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পাইকমারি গ্রামের এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের আড়াইহাজার বজ্রঘাতে এক নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মরদাসাদী ও দুপ্তারা এলাকায় এ ঘটনা ঘটে বলে আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান। এরা হলেন উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বড় মনোহরদী এলাকার মৃত আফাজউদ্দিনের ছেলে জামিল মিয়া (৪৫) ও মাহমুদপুর ইউনিয়নের মরদাসাদী গ্রামের ইসমাইলের স্ত্রী সুবেদা বেগম (৩৫)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বেলা ১১টার দিকে দুপ্তারা এলাকায় বিলে বরশি দিয়ে মাছ ধরতে যার জামিল মিয়া। হঠাৎ বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইতে শুরু করে। এ সময় বজ্রঘাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
মরদাসাদী মাঠের জমি থেকে কাটা ধান আনতে গিয়ে বজ্রঘাতে সুবেদা বেগমের মৃত্যু হয় বলে জানান তিনি।
তবে অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের অফিস সহায়ক আবু রায়হান রানা বলেন, উপজেলা ত্রাণ কর্মকর্তার মাধ্যমে তারা বজ্রঘাতে দুজনের মৃত্যুর তথ্য জেনেছেন।
এর মধ্যে একজন হবিগঞ্জের মুহাম্মদ রাকিব মিয়া (২৭) ও নারায়ণগঞ্জের সুবেদা বেগম।
এপি/সি