সোমবার, ৩০ আগস্ট ২০২১ , ০৭:৫৩ পিএম
নিখোঁজের একদিন পর জয়পুরহাটের তুলশীগঙ্গা নদী থেকে জাহানুর ইসলাম ডিপজল (২৪) নামে এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩০ আগস্ট) দুপুরে ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের সন্যাসতলী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নৃরেন্দ্রনাথ মন্ডল আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। জাহানুর ইসলাম ডিপজল ক্ষেতলাল উপজেলার জিয়াপুর গ্রামের আবুল কালামের ছেলে।
ওসি নৃরেন্দ্রনাথ মন্ডল আরটিভি নিউজকে জানিয়েছেন, গত রোববার (২৯ আগস্ট) সকালে ডিপজল বাড়ি থেকে বের হয়। পরে সে সন্যাসতলী ব্রিজে এসে বসে ছিলেন। এসময় তুলশীগঙ্গা নদীতে পড়ে গিয়ে তলিয়ে যায়। ডিপজলের সন্ধানে বিকেলে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসে।
ঘটনাস্থল এলাকা থেকে নৌকা নিয়ে নদীর এলাকাজুড়ে তল্লাশি চালানো হয়। ওসি আরটিভি নিউজকে আরও জানিয়েছেন, সোমবার দুপুরে মরদেহটি ভেসে ওঠার পর স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
এমআই