শুক্রবার, ০৩ সেপ্টেম্বর ২০২১ , ০৬:২৮ পিএম
নরসিংদীর মনোহরদীতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে রাজমিস্ত্রিসহ দুইজনের মৃত্যু হয়েছে। এসময় সহযোগিতা করতে আসা অপর এক উদ্ধারকারী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মনোহরদীর চরমান্দালিয়া গ্রামের লালু মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মনোহরদীর চরমান্দালিয়া এলাকার হাসিম মিয়ার ছেলে হাসান মিয়া (৩০) এবং একই এলাকার মিন্টু মিয়ার ছেলে মোবারক হোসেন (১৬)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, লালু মিয়ার বাড়িতে আজ দুপুরে একটি নির্মাণাধীন সেপটিক ট্যাংকের শাটারিং খুলতে ভেতরে নামেন রাজমিস্ত্রি হাসান। এ সময় ভিতরে জমাট হওয়া দূষিত গ্যাসে অজ্ঞান হয়ে পড়েন তিনি। ভেতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে তাকে উদ্ধার করতে প্রতিবেশী ইজিবাইক চালক মোবারক হোসেন ভেতরে নামেন। তারও কোন সাড়া শব্দ না পেয়ে তাদের দুজনকে উদ্ধার করতে ভেতরে নামেন আরেক প্রতিবেশী সজীব। তিনিও সেখানে অজ্ঞান হয়ে পড়লে এলাকাবাসীর সহায়তার সেপটিক ট্যাংকের ছাদ ভেঙে তাদের উদ্ধার করা হয়। পরে তাদেরকে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোবারক ও হাসানকে মৃত ঘোষণা করেন। আহত সজীবকে উন্নত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী ভৈরব উপজেলার ভাগলপুর হসাপাতালে নেয়া হয়।
এ ব্যাপারে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি নিউজকে বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসজে/এমএন