মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ , ১১:৫৯ এএম
বুদ্ধি প্রতিবন্ধী ছেলের ধারালো দায়ের কোপে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ বাবা। মঙ্গলবার (১৯ অক্টোবর) ভোরে আশুলিয়ার কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাবার নাম নুরু মণ্ডল (৭০) কোনাপাড়া এলাকার মৃত মোবারক আলীর ছেলে।
স্থানীয়রা আরটিভি নিউজকে জানিয়েছেন, গতকাল সোমবার রাতে নুরু মণ্ডল তার মানসিক প্রতিবন্ধী ছেলে আফাজ উদ্দিনকে নিয়ে নিজ বাসার একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে আফাজ উদ্দিন ধারালো দা দিয়ে তার বাবাকে কুপিয়ে জখম করে। এ সময় প্রতিবেশিরা আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে প্রতিবন্ধী ছেলে।
আশুলিয়া থানার পরিদর্শক জিয়াউল ইসলাম আরটিভি নিউজকে জানিয়েছেন, বুদ্ধি প্রতিবন্ধী ছেলের হাতেই খুন হয়েছেন বাবা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিখোঁজ ছেলেকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমআই/টিআই