শনিবার, ৩০ অক্টোবর ২০২১ , ০৬:২১ পিএম
বরগুনায় আলানুর (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ শনিবার (৩০ অক্টোবর) দুপুর ১টার দিকে এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আলানুর বরগুনা পৌর শহরের কলেজ সড়কের চিশতিয়া মিষ্টিঘর অ্যান্ড কনফেকশনারি নামক দোকানের মালিক দেলোয়ার হোসেন চিশতীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আলী আক্কাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি শহরের কলেজ সড়কের চিশতিয়া মিষ্টিঘর অ্যান্ড কনফেকশনারি নামক দোকানে মাদক কেনাবেচা হচ্ছে। এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে আলানুর নামের চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে ইয়াবা গ্রহণ করার সরঞ্জাম, নগদ এক হাজার টাকা ও ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
তিনি আরও জানান, আলানুর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। এর আগেও তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এসএস/এসকে