বুধবার, ২৪ মে ২০১৭ , ১১:৩১ এএম
বগুড়ার কাহালু উপজেলার দূর্গাপুর ইউনিয়নে জয় পেয়েছে আওয়ামী লীগ প্রার্থী বদরুজ্জামান খান।
মঙ্গলবার রাতে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবদুর রশিদ বলেন, ৭ হাজার ৩শ’ ৩১ ভোট পেয়ে বদরুজ্জামান খান বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহ মাসুদ হাসান পেয়েছেন ৬ হাজার ২শ’ ৫৩ ভোট।
এছাড়াও ইউনিয়নের ৯ ওয়ার্ডের নির্বাচিত সাধারণ সদস্যরা হলেন- ১ নম্বর ওয়ার্ডে শাহজাহান আলী, ২ নম্বর ওয়ার্ডে আবদুর রহমান খোকন, ৩ নম্বর ওয়ার্ডে আজিজার রহমান, ৪ নম্বর ওয়ার্ডে আজাহার আলী, ৫ নম্বর ওয়ার্ডে আবদুল হান্নান মুকুল, ৬ নম্বর ওয়ার্ডে ফরিদ উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ডে জালাল উদ্দিন, ৮ নম্বর ওয়ার্ডে আক্কাস আলী ও ৯ নম্বর ওয়ার্ডে বর্ম রাখাল।
তিনি বলেন, সংরক্ষিত ৩ আসনে সদস্য পদে আফরোজা খাতুন, সালমা বেগম ও জাহানারা খাতুন নির্বাচিত হয়েছেন। মোট ১৬ হাজার ৯শ’ ২০ ভোটারের মধ্যে ১৩ হাজার ৮শ’ ৭৩ জন ভোট দিয়েছেন।
অন্যদিকে, বগুড়া সদরের নামুজা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে সোমা বেগম ৭শ’ ৯৯ ভোট পেয়ে সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান রিকন পেয়েছেন ৬শ’ ১১ ভোট।
এইচটি/এসএস