images

দেশজুড়ে

চট্টগ্রামে হিউম্যান হলার উল্টে নিহত ২

বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭ , ১০:২২ এএম

images

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে হিউম্যান হলার উল্টে দুইজন নিহত হয়েছেন।  আহত হয়েছেন কমপক্ষে ১২ জন ।

বৃহস্পতিবার সকালে নগরীর বন্দর থানার ৫ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় জানা যায়নি।

বন্দর থানার এসআই মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে ইপিজেড-পতেঙ্গাগামী যাত্রীবাহী হিউম্যান হলারটি বন্দর থানার ৫ নম্বর গেটের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।

আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসএস