বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭ , ০২:৩২ পিএম
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ২ পক্ষের সংঘর্ষ, ধাওয়া পাল্টা-ধাওয়া ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে ভোট গণনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
রাতে ভোট গণনার সময় একটি পক্ষ হঠাৎ করে হামলা করে। এ সময় তারা ফাঁকা গুলি ছোড়ে এবং হাতবোমা বিস্ফোরণ ঘটায়। একপর্যায়ে তারা ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়।
এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়।
মহানগরীর বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন খান বলেন, “সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।”
এসএস