images

দেশজুড়ে

ব্যবসায়ীকে খুন করে চিল্লায় মুয়াজ্জিন

বুধবার, ২২ ডিসেম্বর ২০২১ , ০৯:৩১ এএম

images

কিশোরগঞ্জ সদরের চাঞ্চল্যকর ও ক্লুলেস ব্যবসায়ী রমিজ উদ্দীন খুনের রহস্য উদঘাটন করেছে র‌্যাব। 

মঙ্গলবার (২১ ডিসেম্বর) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন। ওই ঘটনায় চিল্লারত অবস্থায় আত্মগোপনে থাকা মুয়াজ্জিন জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বলেন, কিশোরগঞ্জ সদর এলাকায় ব্যবসায়ী রমিজ উদ্দীনকে হত্যা করে পালিয়ে যান মুয়াজ্জিন জাকির হোসেন। এ ঘটনায় র‍্যাবের ছায়া তদন্তের ধারাবাহিকতায় চিল্লারত অবস্থায় তাকে লক্ষ্মীপুরের রামগতি থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাওরান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

জিএম/এসকে