বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১ , ১০:২১ এএম
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নৌকা প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (২৯ ডিসেম্বর) ভোর ৪টার দিকে গোড়াই ইউপি নির্বাচনের ২ নম্বর ওয়ার্ডের রহিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে কর্মীরা ওই অফিস থেকে কয়েকটি টিমের মাধ্যমে ভাগ হয়ে নৌকা প্রার্থীর প্রচারণা চালান। এদিকে রাত ১১টা পর্যন্ত নেতাকর্মীরা অফিসে অবস্থান করেন। পরে বুধবার (২৯ ডিসেম্বর) ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা ওই নির্বাচনী অফিসে আগুন দেয়। এ সময় অফিসে টাঙানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, চেয়ার ও টেবিল পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে নৌকা প্রার্থী হুমায়ুন কবীর বলেন, গোড়াই ইউনিয়নে আমি ও বিএনপি সমর্থিত একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতের আঁধারে দুর্বৃত্তরা নৌকার অফিস পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জিএম