বৃহস্পতিবার, ০১ জুন ২০১৭ , ১০:৩৯ এএম
ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জন্য ভারত থেকে ত্রাণ নিয়ে আসা ইন্ডিয়ান নেভি শিপ (আইএনএস) ‘সুমিত্রা’ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বন্দরের ৫ নম্বর জেটিতে ভিড়ে জাহাজ ‘সুমিত্রা’।
এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, বন্দরের সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন জুলফিকার আজিজ, চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ত্রাণ নিয়ে আসার সময় ভারতীয় জাহাজটি মহেশখালী অঞ্চল থেকে ৩৩ বাংলাদেশিকে উদ্ধার করেছে। এরমধ্যে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আক্রান্তরা দুটি নৌকায় ছিল।
এসএস