মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২ , ১০:৫৬ এএম
কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লক এলাকার রাস্তার পাশ থেকে আনিচ (৩৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনিচ হাউজিং এ ব্লক এলাকার অহেদ হোসেনের ছেলে। মঙ্গলবার (১১ জানুয়ারি) ভোরে হাউজিং এ ব্লক এলাকায় রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করলে স্থানীয় লোকজন ও নিহতের বড় ভাই লাশটি শনাক্ত করেন।
পরিবার সূত্রে জানা গেছে, আনিচ নিয়মিত নেশা করতো। এ কারণে গত ১০ বছর সে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলো। গত শুক্রবারেও আনিচ হাউজিং এ ব্লক এলাকার মসজিদে তার লিভার এবং কিডনী নষ্টের কথা বলে সাধারণ মানুষের কাছে অর্থের জন্য সাহায্য চেয়েছে।
পুলিশ জানিয়েছেন, অধিক নেশার কারণেই আনিচের মৃত্যু হতে পারে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলম আরটিভি নিউজকে বলেন, তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমআই