images

দেশজুড়ে

বাইকের ইঞ্জিন ও নম্বর পরিবর্তন করে বিক্রি করে তারা

বৃহস্পতিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২২ , ০৮:০৫ পিএম

images

মোটরসাইকেল চুরি করে ইঞ্জিন ও চেচিস নম্বর পরিবর্তন করে বিক্রি করা চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার সলিমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সন্দ্বীপের ফরিসপুর এলাকার শাহাদাতের ছেলে আবুল কালাম আজাদ ওরফে বাচা চোর (২২), সীতাকুণ্ডের সলিমপুর এলাকার মীর হোসেনের ছেলে সাকিব (২৪) ও ডবলমুরিং থানার চোট মসজিদ গলির সুকলাল দাশের ছেলে দোলন দাশ (২৩)।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, গত ৬ জানুয়ারি বায়েজিদ এলাকার বালুছড়াস্থ একটি বাসার নিচ তলা থেকে একটি বাইক চুরি হয়। এ ঘটনায় বাইকের মালিক বাদী হয়ে মামলা দায়ের করেন। 

ঘটনার তদন্তে নেমে জানা যায়, গ্রেপ্তারকৃত বাচা চোর অক্সিজেনের চৌধুরীহাট এলাকায় মোটরসাইকেল গ্যারেজে মেকানিকের কাজ করত। ওই সময় চৌধুরীহাট এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনায় স্থানীয় লোকজনের মারধরে সে চৌধুরীহাট এলাকা থেকে বিতাড়িত হয়। চৌধুরীহাট এলাকা থেকে বিতাড়িত হয়ে সীতাকুণ্ডের জলিল টেক্সটাইল এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। পুনরায় চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ে জড়িয়ে পড়ে সে। গ্রেপ্তার সাকিব চৌধুরীহাট এলাকায় থাকাকালে অপর একটি মোটরসাইকেল চুরির ঘটনায় বালুছড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। বাচা চোর আর সাকিব পূর্বপরিচিত। তারা দুজনে মিলে বালুছড়া চৌধুরীরহাট অক্সিজেন এলাকায় মোটরসাইকেল চুরি করে। চোরাই মোটরসাইকেলগুলি সাকিব গ্যারেজে বিক্রির উদ্দেশে ক্রেতা খুঁজতে রেখে আসে। চোরাইকৃত মোটরসাইকেলগুলো কদমতলী এলাকার মোটর মেকানিক দোলন দাশের মাধ্যমে ইঞ্জিন নম্বর ও চেসিস নম্বর পরিবর্তন করে। তারপর বিআরটিএ থেকে পূর্বে রেজিস্ট্রেশন হওয়া নম্বর ওই চুরি হওয়া মোটরসাইকেলে প্রতিস্থাপন করে বিআরটিএর জাল কাগজপত্র তৈরি করে ক্রেতাদের নিকট পুরানো গাড়ির হিসেবে বিক্রি করে।
 
তিনি আরও বলেন, সীতাকুণ্ড থানার সলিমপুর এলাকা থেকে বাচা চোর ও সাকিবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাই বাইকটি উদ্ধার করা হয়। পরে দোলন দাশকেও গ্রেপ্তার করা হয়।

জিএম/টিআই