images

দেশজুড়ে

করোনার টিকা ডাস্টবিনে

মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২ , ০২:৫০ পিএম

images

পটুয়াখালীর বাউফলে নার্সদের অবহেলায় শতাধিক করোনার টিকা ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। এ উপজেলায় টিকা দেওয়ার সময় একসঙ্গে অনেকগুলো বোতল থেকে সিরিঞ্জ দিয়ে ভ্যাকসিন বের করে রাখায় শিক্ষক ও অভিভাবকরা প্রতিবাদ করলে গতকাল সোমবার (২১ ফেব্রুয়ারি) শতাধিক টিকা বাতিল করে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে থাকা নার্সরা একসঙ্গে শতাধিক সিরিঞ্জে ভায়াল থেকে ডোজ ভরে রাখে। তারপরে টিকা পুশ করেন। বিষয়টি এক অভিভাবক দেখে প্রতিবাদ করলে কথা কাটাকাটির এক পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিরিঞ্জে ভরা টিকাগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। 

অথচ নিয়ম অনুযায়ী যখন টিকা পুশ করবে, ঠিক তখনই ভায়াল (বোতল) থেকে সিরিঞ্জ দিয়ে ওষুধ বের করে টিকা গ্রহণকারীর শরীরে পুশ করবে। এতে করে টিকার কার্যকারিতা অক্ষুণ্ন থাকে। কিন্তু দায়িত্বরত নার্সরা একসঙ্গে সিরিঞ্জে ভরে দায়িত্ব অবহেলার পরিচয় দিয়েছে।
 
এ ব্যাপারে টিকা কেন্দ্রে দায়িত্বে থাকা সিনিয়র স্টাফ নার্স ফেরদৌসি আক্তার আরটিভি নিউজকে বলেন, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কোনো ধরনের অভিজ্ঞতা না থাকায় এ ঘটনাটি ঘটেছে। এই কার্যক্রমে যারা যুক্ত রয়েছেন তারা শুরু থেকেই ভায়াল থেকে টিকা সিরিঞ্জে ভরে জমা রেখে একের পর এক পুশ করেন। এ কারণে আমরাও একই নিয়ম পালন করি।
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা আরটিভি নিউজকে জানিয়েছেন, ভায়াল থেকে সিরিঞ্জে টিকার ওষুধ বের করে সঙ্গে সঙ্গে পুশ করার নিয়ম। কিন্তু নার্সরা কেন এমনটি করলেন তা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর সিরিঞ্জে ভরা টিকাগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে।