images

দেশজুড়ে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগ

সোমবার, ১২ জুন ২০১৭ , ১২:৪৯ পিএম

একে তো বৃষ্টি তার মধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার তীব্র যানজট। দুর্ভোগ পড়েছেন সাধারণ যাত্রীরা।  

সোমবার সকাল থেকে মির্জাপুর উপজেলার জামুর্কী থেকে চন্দ্রা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।

যাত্রীরা জানায়, সড়কে কোনো দুর্ঘটনা ঘটার খবর পায়নি। তবুও গাড়ি ধীর গতিতে চলছে। 

ফায়ার সার্ভিসের সদস্যরা বলছেন, গেলো রাত থেকে বৃষ্টি হচ্ছে। এ কারণে মহাসড়কে ধীর গতিতে গাড়ি চলছে। মহাসড়ক দিয়ে ঢাকার দিকে যানবাহন থেমে রয়েছে।

এদিকে যানজট নিরসণে কাজ করছে পুলিশ। মির্জাপুর হাইওয়ে থানার ওসি মো. খলিলুর রহমান পাটোয়ারী জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে।

এসএস