images

দেশজুড়ে

বড় ভাইয়ের মৃত্যুর ২ ঘণ্টা পর ছোট ভাইও মারা গেলেন 

শনিবার, ১৯ মার্চ ২০২২ , ০৬:২০ পিএম

images

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে বড় ভাইয়ের মৃত্যুর দুই ঘণ্টা পর ছোট ভাইও মারা গেছেন। 

শনিবার (১৯ মার্চ) বিকেলে ওই গ্রামের খাঁ বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আজ শনিবার দুপুর ২টায় মোহাম্মদপুর গ্রামের জামির খাঁর বড় ছেলে মিলন খাঁ (৬৫) মারা যান। এর দুই ঘণ্টা পর বিকেল ৪টার দিকে মারা যান তার ছোট ভাই ইউনুস খাঁ (৫৫)। 

মারা যাওয়া দুই ব্যক্তির ছোটভাই জামাল মিয়া বলেন, আমরা পাঁচ ভাই ও দুই বোন। আজ শনিবার দুপুর ২টার দিকে জোহর নামাজ শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আমাদের বড় ভাই মিলন খাঁ। আমরা তাকে দাফনের প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় বিকেল ৪টার দিকে আমার আরেক ভাই ইউনুস মিয়া অসুস্থ হয়ে পড়েন। তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক সোলায়মান মিয়া বলেন, আজ শনিবার হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।