images

দেশজুড়ে

নিখোঁজ আরেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭ , ১২:৫২ পিএম

images

রাঙামাটিতে পাহাড় ধসে নিখোঁজ সেনা সদস্য আজিজুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
  
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মানিকছড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। 
  
বিষয়টি নিশ্চিত করেছন রাঙামাটি রিজিয়নের মুখপাত্র। নিহত আজিজুর রহমান রাঙামাটির মানিকছড়ি রিজিয়নে কর্মরত ছিলেন। তার বাড়ি মাদারীপুরে।  

গেলো মঙ্গলবার মানিকছড়িতে পাহাড় ধসের ঘটনায় উদ্ধার অভিযানে গিয়ে মাটি সরানোর সময় মাটিচাপা পড়ে নিখোঁজ হন সেনাবাহিনীর এই সদস্য। ওই দিন পাহাড় ধসে সেনাবাহিনীর দুই কর্মকর্তাসহ আরো চার সেনা সদস্য নিহত হয়েছিল। 

নিহতরা হলেন মেজর মোহাম্মদ মাহফুজুল হক, ক্যাপ্টেন মো. তানভীর সালাম শান্ত, কর্পোরাল মোহাম্মদ আজিজুল হক ও সৈনিক মো. শাহিন আলম। 

প্রবল বর্ষণে পাহাড় ধসে চট্টগ্রামের ৫ জেলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫২ জনে।
এরমধ্যে রাঙামাটিতে ১০৫ জন, চট্টগ্রামে ৩৬ জন, খাগড়াছড়িতে ১ জন, বান্দরবানে ৮ জন ও কক্সবাজারে ২ জন নিহত হয়েছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এ ঘটনায় ওই সব জেলায় উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।  

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পাহাড় ধস ও বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন। এসব এলাকায় দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সেতুমন্ত্রী।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা রাঙামাটিতে দুর্গতদের মাঝে ৫০ লাখ টাকা, ৫শ’ বান টিন, ১শ’ টিন চাল সহায়তা দেয়া হচ্ছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গেলো রোববার থেকে দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টি হয়। এরমধ্যে দক্ষিণ পূর্বের জেলা রাঙামাটি, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারে মাটি সরে গিয়ে পাহাড় ধস হয়।

এসএস