বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২ , ০৯:১৬ পিএম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনৈতিক কোরের ৪০ সদস্যসহ ৬৫ জনের একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর পৌনে ১টায় কূটনৈতিক কোরের ভারপ্রাপ্ত ডিন ও মরক্কোর অ্যাম্বাসেডর মাজিদ হালিমের নেতৃত্বে কোরের সদস্যরা সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা জানান। এ সময় তারা সেখানে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন।
পুস্পস্তবক অর্পণের পর কূটনৈতিক কোরের সদস্যরা বঙ্গবন্ধুর কবরে ফাতেহাপাঠ ও ৭৫ এর ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মুহা. ফারুক খান এমপি।
শ্রদ্ধা নিবেদনের পর কূটনৈতিক কোরের ভারপ্রাপ্ত ডিন সমাধিসৌধে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে কোরের সদস্যরা সমাধিসৌধ পরিদর্শন করেন এবং সমাধিসৌধ কমপ্লেক্সের ১নং গেট সংলগ্ন লাইব্রেরির পাশে একটি বকুল ও আরেকটি আমগাছের চারা রোপণ করেন।
পররাষ্ট্র বিষয়ক জাতীয় সংসদের স্থায়ী কমিটির সদস্য নাজিম রসুল এমপি, পররাষ্ট্র সচিব সাব্বির আহমেদ চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক আলাউদ্দিন ভূইয়া, প্রটোকল প্রধান এম এনামুল হক, পিএসটু এইচ এম গোলাম মওলা, জাতীয় বাস্তবায়ন কমিটির অতিরিক্ত সচিব এমদাদুল্লাহ মিয়া, কবি ও জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য তারিক সুজাত, আওয়ামী লীগের আন্তর্জাতক বিষয়ক সম্পাদক শামিম আহমেদ, পররাষ্ট্র বিষয়ক উপ-কমিটির সদস্য তানভীর শাকিল জয়, এমপি, জেলা প্রশাসক শাহিদা সুলতান, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, টুঙ্গিপাড়ার মেয়র তোজাম্মেল হক টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বিদেশি ডিপ্লোম্যাটিক কোরের সদস্যরা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে এসে পৌঁছালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি তাদের অভ্যর্থনা জানান।
পরে কূটনৈতিক কোরের সদস্যরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে অনুষ্ঠিত লোকজ মেলা পরিদর্শন করেন।