images

দেশজুড়ে

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু 

শনিবার, ২৬ মার্চ ২০২২ , ০৬:৫৬ পিএম

images

কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে ছফি উল্যাহ (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ মার্চ) দুপুর এ দুর্ঘটনা ঘটে। নিহত ছফি উল্যাহ উপজলার কাদিরপাড় ইউনিয়নর কামড্যা গ্রামের বাসিন্দা। চাঁদপুর জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) তােফাজ্জল হোসেন বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ইরুয়াইন এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী সাগরিকা ট্রেনের নিচে কাটা পড়ে সফি উল্যার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাগনে জামাল হোসেন জানান, মামা মানসিক রোগী ছিলেন। দুপুরে ইরুয়াইন এলাকায় ঘোরাঘুরির সময় ট্রেনে কাটা পড়েন।

এসআই তাফাজ্জল হোসেন আরটিভি নিউজকে বলেন, সফি উল্যার মৃত্যুর বিষয়ে চাঁদপুর রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।