images

দেশজুড়ে

পাহাড় থেকে আরো ১১ পরিবারকে সরিয়ে নিলো প্রশাসন

শুক্রবার, ১৬ জুন ২০১৭ , ০৭:৩২ পিএম

images

খাগড়াছড়িতে পাহাড়ের পাদদেশে বসবাসকারী ১১ পরিবারকে নিরাপত্তার জন্য জেলা প্রশাসনের উদ্যোগে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।

টানা বৃষ্টির কারণে সম্ভাব্য পাহাড় ধসে প্রাণহানির আশংকায় খাগড়াছড়ি জেলা প্রশাসন আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়ার উদ্যোগ গ্রহণ করে। 

বৃহস্পতিবার রাত থেকে খাগড়াছড়িতে বৃষ্টি হওয়ার কারণে শুক্রবার দুপুর থেকেই জেলা সদরের শালবন এলাকায় আশ্রয় কেন্দ্র খোলা হয়। 

এতে জেলা শহরের শালবাগানসহ কয়েকটি এলাকার ১১ পরিবারের ২৭ জনকে নিরাপত্তার জন্য আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। 

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস কর্মীরা তালিকা করে তাদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার সহযোগিতা করে। আশ্রয় কেন্দ্রে পানি, বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। 

সরিয়ে নেয়া পরিবারগুলোকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের পক্ষ থেকে নগদ ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়। 

এসময় খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিশ শরমিন, পৌর মেয়র রফিকুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সোহরাব হোসেন উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিশ শরমিন জানান, বর্ষা শুরু হওয়ায় বিভিন্ন স্থানে পাহাড় ধস দেখা দিয়েছে। যাতে জানমালে ক্ষতি না হয় তার জন্যে লোকজন আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হচ্ছে। শালবনে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ডরমেটরিকে আশ্রয় শিবির হিসেবে ব্যবহার করা হচ্ছে। 

এসজে