images

দেশজুড়ে

কারখানার ভেতরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক ‘হত্যা’

শনিবার, ০২ এপ্রিল ২০২২ , ০৫:০০ পিএম

images

গাজীপুরের শ্রীপুরে অপু দেওয়ান (১৪) নামে এক শ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার সহকর্মী রাজুকে আটক করেছে পুলিশ। 

শনিবার (২ এপ্রিল) বিকেলে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে শ্রীপুরের মাধখলা আনোয়ারা মান্নান টেক্সটাইল মিলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার পূর্ব শিয়ানদি গ্রামের পলাশ দেওয়ানের ছেলে অপু দেওয়ান (১৪)। তিনি পৌরসভার মাস্টারবাড়ি এলাকার সামাদ মিয়ার বাড়িতে ভাড়া থেকে মাধখলা এলাকার আনোয়ারা মান্নান টেক্সটাইল কারখানায় চাকরি করতেন।

পুলিশ কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, আজ শনিবার ভোরে অপুর শরীরের তুলা পরিষ্কার করার সময় অসাবধানতাবশত পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয় অভিযুক্ত রাজু। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার মারা যায়। 

তিনি আরও বলেন, মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।