শনিবার, ০৯ এপ্রিল ২০২২ , ০৯:১৮ এএম
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পারিবারিক কারণেই আমি সংবাদপত্রের সঙ্গে জড়িত ছিলাম। সাংবাদিকতার জগৎটা যথেষ্ট বড়। যেভাবে চাঁদপুর প্রেসক্লাব কাজ করে আসছে, তা খুবই প্রশংসনীয়। আমি প্রেসক্লাবে আসলে স্মৃতিকাতর হয়ে পড়ি। এখানে আমার দীর্ঘদিনের সম্পর্ক। এজন্য গণমাধ্যম আমার পরিবারের একটি অংশ।
গতকাল শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আরও বলেন, মানুষ সংবাদপত্রের প্রতি আস্তা রাখেন, তাই সঠিকভাবে তথ্য তুলে ধরতে হবে। সংবাদপত্র পড়ে মানুষ অনেক কিছু জানে ও শিখে। তাই সাংবাদিকদের অনেক দায়িত্ব। আমার পক্ষ থেকে যতটুকু সক্ষমতা আছে, আমি আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সাংবাদিকদের অনেক উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে একজন সাংবাদিকও বিনা চিকিৎসায় মারা যাবে না।
অনুষ্ঠনে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া চাঁদপুর প্রেসক্লাবের মাধ্যমে পিআইবি কর্তৃক অসুস্থ সাংবাদিকদের মাঝে চেক প্রদান করা হয়।