images

দেশজুড়ে

বগুড়ায় দু'ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত

সোমবার, ১৯ জুন ২০১৭ , ১১:৫৪ এএম

images

বগুড়ার শাজাহানপুরে দু’ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।   

ঢাকা-বগুড়া মহাসড়কের ফটকি সেতু এলাকায় সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।  

শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, ঢাকা থেকে বগুড়াগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে অন্যএকটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে সিমেন্ট বোঝাই ট্রাকে থাকা তিনজনের ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত হন আরো তিনজন। 

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসএস