images

দেশজুড়ে

মার্কেটের পিলার ধসে শ্রমিকের মৃত্যু

শনিবার, ১৬ এপ্রিল ২০২২ , ০২:৫৯ পিএম

images

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি মার্কেটের পিলার ধসে আকাশ দাস (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। আকাশ ওই গ্রামের হরিলাল দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আমোদাবাদ গ্রামের নূর মার্কেটটি পুরাতন হয়ে যাওয়ায় ভেঙে ফেলার কাজ চলছিল। শ্রমিকরা মার্কেটের একটি পিলার ভেঙে রশি দিয়ে টেনে ফেলার চেষ্টা করছিলেন। এ সময় পিলারটি ধসে পড়লে আকাশ চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।