images

দেশজুড়ে

ভাড়ার চার্ট না থাকায় ৮ বাস কাউন্টারকে জরিমানা

সোমবার, ১৮ এপ্রিল ২০২২ , ০৯:২৩ পিএম

images

ঢাকায় ভাড়ার চার্ট প্রদর্শন না করায় দূরপাল্লার আট বাস কোম্পানির কাউন্টারকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৮ এপ্রিল) রাজধানীর গাবতলী ও কল্যাণপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

যেসব কোম্পানির বাস কাউন্টারের জরিমানা করা হয়েছে সেগুলো হলো- মানিক ট্রাভেলস, চাঁপাই ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, গ্রামীণ পরিবহন, এইচআর ট্রাভেলস ও ঈগল পরিবহন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে অধিদপ্তরের পরিচালক মনজুর মো. শাহরিয়ার  বলেন, তাদের জন্য আজকের জরিমানা ওয়ার্নিং। পরবর্তীতে অনিয়ম দেখলে জরিমানার পরিমাণ বেড়ে যাবে। এমনকি প্রতিষ্ঠানও বন্ধ করে দিতে পারি।

এছাড়া অধিক যাত্রী চাপে ভাড়া নিয়ে কারসাজি ঠেকাতে ভোক্তা অধিদপ্তর সতর্ক রয়েছে বলেও জানান তিনি।