শিপলু জামান
মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২ , ১১:০৯ এএম
ভুল করে ভ্যানে রেখে যাওয়া পথচারীর ১ লাখ ৭৭ হাজার টাকা ফেরত দিলেন এক ভ্যানচালক। গতকাল সোমবার (২৫ এপ্রিল) ঝিনাইদহের শৈলকুপা থানায় টাকাগুলো জমা দেন তিনি।
ভ্যানে টাকা ফেলে যাওয়া ব্যক্তি হলেন- শৈলকুপার ধাওড়া মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার কলেজের প্রভাষক আশরাফ হোসেন। তিনি জানান, তিনি রূপালী ব্যাংক থেকে এক লাখ ৮৫ হাজার টাকা তোলেন। এরপর একটি দোকানে ১০ হাজার টাকা দেনা পরিশোধ করার পর কবিরপুর যাওয়ার উদ্দেশে একটি ভ্যানের ওপর ভুল করে টাকার ব্যাগ রেখে যান। সঙ্গে সঙ্গে ঘটনাটি থানায় জানান।
টাকা পাওয়া ভ্যানচালক হলেন- পৌর এলাকার মালিপাড়া গ্রামের আনোয়ার হোসেন। তিনি জানান, ব্যাগ খুলে তিনি অনেক টাকা দেখতে পান। তার স্ত্রীকে জানালে তিনিও টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করতে বলেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ঘটনাটি যাচাই-বাছাই করে মালিক আশরাফ উদ্দিনকে টাকাগুলো বুঝিতে দেওয়া হয়েছে। ভ্যানচালকের সততার জন্য থানা থেকে পুরস্কৃত করা হয়েছে।