শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২ , ১১:২৮ এএম
সিরাজগঞ্জের পাঁচলিয়াতে ট্রাকচাপায় গার্মেন্টস কর্মী শান্তনা খাতুন (২৮) নিহত হয়েছে। এ ঘটনায় তার স্বামী আব্দুল মাজেদ ও মেয়ে মাকসুদা খাতুন আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৯ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পাঁচলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্তনা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সুবাইল সরকার পাড়া গ্রামের আব্দুল মাজের স্ত্রী।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান আরটিভি নিউজকে জানিয়েছেন, মোটরসাইকেল চড়ে আব্দুল মাজেদ তার স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে ঈদ করতে ঢাকা থেকে গাইবান্ধা যাচ্ছিলেন। তারা পাঁচলিয়া বাজার এলাকায় পৌঁছালে সিমেন্ট বোঝাই একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দিলে শান্তনা বেগম ট্রাকের চাকার নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।