বৃহস্পতিবার, ১৯ মে ২০২২ , ০৭:৩৪ পিএম
চাঁদপুরে বোগদাদ বাসে অভিযান চালিয়ে এক লাখ টাকার গাঁজাসহ নারী-পুরুষ দুজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, রানু বেগম (৪২) ও জাকির মাতাব্বর (৪০)। বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে তাদেরকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলার সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম আরটিভি নিউজকে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের স্বর্ণখোলা রোড বাসস্ট্যান্ডে বোগদাদ বাসে অভিযান চালিয়ে রানু বেগম ও জাকির মাতাব্বরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গাঁজার দাম আনুমানিক ১ লাখ টাকা হবে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।