images

দেশজুড়ে

সীতাকুণ্ডে বিস্ফোরণ : ৬৩ রোগীর চোখে আঘাতপ্রাপ্ত

মঙ্গলবার, ০৭ জুন ২০২২ , ০১:২৬ পিএম

images

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে ৬৩ জন রোগীর সবাই কমবেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানিয়েছেন ন্যাশনাল আই কেয়ারের সাবেক মহাপরিচালক অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক। এর মধ্যে ছয়জন রোগীকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার প্রয়োজন।

মঙ্গলবার (৭ জুন) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় চমেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহমেদ ছাড়াও বার্ণ ইউনিটের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

মো. শামীম আহমেদ বলেন, চমেকে ভর্তি ৬৩ জন রোগীর সবাই চোখে কোনো না কোনোভাবে আঘাত পেয়েছেন। তাদের মধ্যে কারও শুধু চোখেই আঘাত। আবার কারও কারও শরীরের অন্য অঙ্গগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের মধ্যে ছয়জনের চোখের অবস্থা খুবই খারাপ। তাদের মধ্যে একজনের চোখের কর্ণিয়া ফেটে গেছে। তাকে প্রয়োজনে দেশের বাইরে নিতে যেতে  হতে পারে। আমরা চাই গুরুতর আহত ছয় রোগীকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নিয়ে উন্নত চিকিৎসা দিতে। এ ছাড়া আরও ৫ থেকে ৬ জন রোগীর চোখের অবস্থা খারাপ। কিন্তু তাদের শরীরের অন্যান্য অঙ্গের অবস্থা খুবই খারাপ। ফলে এখনই তাদের ঢাকায় নেওয়া সম্ভব নয়। দু-একদিন পরে হয়তো তাদের অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার প্রথম দিনে অনেককে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। অনেকে যেতে চাইছে না, পরিবার ও স্বজনদের বিষয়টি বুঝাতে হবে। দ্রুত উন্নত চিকিৎসার মধ্যে আনা সম্ভব না হলে দীর্ঘমেয়াদি সমস্যায় ভুগতে হবে।