images

দেশজুড়ে

পাচঁ মাদক ব্যবসায়ীর কাছে মিলল ১৬ কেজি গাঁজা  

বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২ , ০৪:৩৬ পিএম

images

টাঙ্গাইল ১৬ কেজি গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২, সিপিসি-৩।

গতকাল বুধবার (৮ জুন) রাতে সদর উপজেলার হুগড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন-নরসিংহপুর গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে শাহীন আলম (৩৪), উত্তর হুগড়া গ্রামের আয়নাল হকের ছেলে কালাচান (২৭), চর হুগড়া গ্রামের মকতেল মিয়ার ছেলে মনির হোসেন (২৪), রফিকুল ইসলামের ছেলে রিপন মাহমুদ ওরফে খোরশেদ আলম (২৩) এবং আব্দুল হালিমের ছেলে হাসান আলী (১৮)।

র‍্যাব জানায়, র‍্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ১৬ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ শাহীন, কালাচান, মনির, খোরশেদ ও হাসান আলীকে আটক করা হয়। উদ্ধার করা হয় চারটি মোবাইল এবং নগদ ১ হাজার ৫০০ টাকা। পরে তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।