images

দেশজুড়ে

মহানবি (সা.)-কে নিয়ে কটূক্তি : প্রতিবাদে চবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২ , ১০:৫৬ পিএম

images

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু’জন নেতা মহানবি হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (৯ জুন) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করে তারা। এতে বিভিন্ন বিভাগের ৮ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সমাবেশে বক্তরা বলেন, ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের নেতা নূপুর শর্মা ও নাভিন কুমার জিন্দাল মহানবি হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করেছে। তাদের এমন কর্মকাণ্ডে সারা বিশ্বের মুসলিম সমাজ তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আমরা বিজেপির এসব নেতাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

তারা আরও বলেন, ধর্মীয় অপবাদ ছড়িয়ে ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপি একটি বিশেষ উদ্দেশ্য হাসিল করতে চায়। তাদের এমন কর্মকাণ্ড গোটা ভারতীয় উপমহাদেশে সাম্প্রসায়িক সম্প্রীতি বিনষ্টের স্পষ্ট পাঁয়তারা। এ ছাড়া তারা সম্প্রীতির বাংলাদেশে হিন্দুত্ববাদী গোষ্ঠীকে উসকে দিয়ে হিন্দু-মুসলিমদের মধ্যে বিদ্যমান পারস্পারিক সম্প্রীতি বিনষ্ট করতে চায়।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মুসাদ্দেকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারুক হাসান, পরিসংখ্যান বিভাগের এস এম আইমুন ইসালাম, ইসলামের ইতিহাস বিভাগের জাহেদুল ইসলাম ও সাইফুর রহমান, আইন বিভাগের রাব্বি তৌহিদ ও ইসলামিক স্ট্যাডিজ বিভাগের  শাখাওয়াত হোসেন শিপন প্রমুখ।

প্রসঙ্গত, সম্প্রতি বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন কুমার জিন্দাল মহানবি হযরত মুহাম্মদকে (সা) নিয়ে কটূক্তি করলে ফুসে ওঠে মুসলিম বিশ্ব। ইতোমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়ে ভারতীয় পণ্য বর্জন করেছে।