সোমবার, ২০ জুন ২০২২ , ১০:৫০ এএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান প্রকৌশলী মুন্সি শহিদ উদ্দিন মো. তারেকের বাসা থেকে এক গৃহপরিচারিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ জুন) সকালে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড়-সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি হলেন, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ভাতশালা গ্রামের মো. নবীর মেয়ে রুবিয়া (১৪)।
জানা গেছে, ঈদুল ফিতরের পর থেকে রুবিয়া মোহাম্মদ তারেকের বাসায় কাজ করছিল। রোববার (১৯ জুন) বিকেল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ সময় বাসার লোকজন নিচ তলার কক্ষটি বন্ধ দেখতে পায়। ডাকাডাকি করার পরেও দরজা না খোলায় তাদের সন্দেহ হয়। এ সময় পুলিশকে জানানো হয়। পরে পুলিশ গিয়ে সন্ধ্যা ৭টার দিকে দরজা ভেঙে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে প্রকৌশলী মুন্সি শহিদ উদ্দিন মো. তারেক জানান, রোববার (১৯ জুন) বিকেল থেকে ওই গৃহকর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ সময় না পেয়ে বাড়ির অন্য সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে নিচ তলার গেস্টরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখে পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে রুবিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, রোববার (১৯ জুন) সন্ধ্যায় ঘরের দরজা ভেঙে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।